পর্যটন নগরী কক্সবাজারে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে শুধু ম্যালেরিয়াতেই ৬ জনের মৃত্যু হয়েছে, এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়ে চলেছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই দুই রোগের আকস্মিক প্রকোপ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের অসচেতনতাই এর প্রধান কারণ।
কক্সবাজার জেনারেল হাসপাতালের প্রতিটি বেডের সাথেই এখন মশারি টাঙানো। এই দৃশ্যই বলে দেয় ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্ত রোগীর ভিড় কতটা বেড়েছে। সরকারি পরিসংখ্যানেও এর প্রমাণ মেলে।
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ২১৫ জন, অথচ শুধু জুন মাসেই আক্রান্ত হয়েছেন ২১৬ জন এবং মারা গেছেন ৬ জন। অন্যদিকে, ডেঙ্গুতে কোনো মৃত্যু না হলেও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। জানুয়ারি থেকে ২৫শে জুন পর্যন্ত ২,৫০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জ্বর আসার পর রোগ নির্ণয়ে বেশি সময় লাগছে বলে অনেক রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেছেন।
এই পরিস্থিতিতে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং ঞো জানান, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে বিশেষ সেবা কর্নার চালুসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জ্বর হলেই ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া পরীক্ষার পরামর্শ দিয়েছেন। স্থানীয় ২৫ লাখ বাসিন্দা, ১২ লাখের বেশি রোহিঙ্গা এবং হাজারো পর্যটকের কারণে যেকোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিবিসি/ এইচএপি