বাংলাদেশ, জেলার সংবাদ

কক্সবাজারে তিন দিনব্যাপী বিজয় মেলা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের ঈদগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা।

দুপুরে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির।


আয়োজকরা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। মেলায় প্রতিদিন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনাসহ নানা অনুষ্ঠানমালার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলা চলবে। মেলা উপলক্ষ্যে দোলনা, কসমেটিকস, কাপড়ের দোকান, বাচ্চাদের খেলনা, মাটির তৈরি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রসহ অর্ধ-শতাধিক স্টল বসানো হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম নিয়োজিত রয়েছে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন