বাংলাদেশ, জেলার সংবাদ

কক্সবাজারে দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে জুলাই ২০২৫ ০২:৪৪:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি দোকানে সিঁদ কেটে চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২শে জুলাই) ভোররাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাদিমুরা এলাকায় এঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম মোহাম্মদ রিদুয়ান (২২)। তিনি রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের ফরিদ আলমের ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, মঙ্গলবার ভোররাতের কোনো এক সময় রিদুয়ান স্থানীয় মঞ্জুর আলমের কাঁচাবাজারের একটি দোকানে চুরির উদ্দেশ্যে যান। দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করার সময় তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ওসি আরও বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা রিদুয়ানের মৃতদেহটি দোকানের বাইরে অর্ধেক ও ভেতরে অর্ধেক অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। তবে, ঘটনার পেছনের অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

রিদুয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি আরিফ হোছাইন নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন