বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ ০৭:১৭:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকের গুঞ্জনে তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই খবরকে ‘গুজব ও অপপ্রচার’ বলে দাবি করে বলেছেন, তাদের এ সফর ব্যক্তিগত।

আজ মঙ্গলবার (৫ই আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং তাসনিম জারা ও তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তারা ইনানীর একটি পাঁচ তারকা হোটেলে ওঠার পর পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

 

এই খবরের পর হোটেলের সামনে বিক্ষোভ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা এই বিক্ষোভের বিষয়ে কথা বলেন।


জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের মতো গুরুত্বপূর্ণ দিনে এনসিপি নেতাদের এই সফরকে ‘রহস্যজনক’ বলে মনে করছেন স্থানীয় জুলাই যোদ্ধা ও সাবেক ছাত্রদল নেতা মাহবুবুল আলম শাকিলসহ অনেকেই। তারা এই সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।


কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন এক ফোনালাপে নিশ্চিত করেছেন এনসিপি নেতাদের ওই হোটেলে অবস্থানের বিষয়ে পুলিশ অবগত আছে।


তবে, সকল জল্পনার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী এক রেকর্ডকৃত ফোনালাপে জানান, পিটার হাসের সঙ্গে তাদের কোনো বৈঠকের কথা ছিল না এবং এটি তাদের ব্যক্তিগত সফর। এদিকে, কয়েক ঘণ্টা হোটেলে অবস্থান করার পর বিকেলে এনসিপি নেতারা হোটেলের পেছনের গেট দিয়ে বেরিয়ে যান বলে জানা গেছে।
 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন