বাংলাদেশের অন্যতম ক্রমবর্ধমান ব্র্যান্ড রোসা স্যানিটারি ওয়্যার কক্সবাজারে তাদের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৫’ আয়োজন করেছে। গত ২১শে নভেম্বর অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সারা দেশ থেকে ৩৫০ জনেরও বেশি বিজনেস অ্যাসোসিয়েট, ডিলার এবং পার্টনার অংশ নেন। দেশজুড়ে রোসার নেটওয়ার্ক আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
‘ইভলভ বিয়ন্ড’ বা ‘ছড়িয়ে যাও সীমানার ওপারে’ এই থিমকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে নতুন সম্ভাবনা খুঁজে বের করা এবং উদ্ভাবনকে গ্রহণ করার ওপর জোর দেওয়া হয়। বক্তারা দেশের স্যানিটারি ওয়্যার শিল্পে রোসার প্রভাব আরও সুদৃঢ় করতে এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম, হেড অব সেলস বিশ্বজিৎ পাল, হেড অব প্লান্ট মো. মুক্তাদিরুর রহমান এবং অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তাঁরা তাদের বক্তব্যে রোসার সার্বিক সক্ষমতা, পণ্যের গুণগত মানের প্রতিশ্রুতি এবং এই শিল্পে নতুন মানদণ্ড স্থাপনের দূরদৃষ্টি তুলে ধরেন।
দিনব্যাপী ব্যবসায়িক আলোচনার পর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে। সংগীত ও আনন্দ-উচ্ছ্বাসের এই আয়োজন পুরো দিনের স্মৃতিকে আরও রঙিন করে তোলে। ঐক্য, উদ্ভাবন ও অদম্য অগ্রযাত্রার মাধ্যমে দেশের স্যানিটারি ওয়্যার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ গড়তে রোসা যে প্রস্তুত, এই সম্মেলনের মাধ্যমে সেই বার্তাটিই জোরালোভাবে ফুটে উঠেছে।
ডিবিসি/পিআরএএন