কক্সবাজারের কুতুবদিয়ার অদূরবর্তী গভীর সাগর থেকে তিনদিন ধরে ভাসমান অবস্থায় থাকা একটি ট্রলারসহ ২০ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নৌবাহিনীর সদর দপ্তরের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ জানুয়ারি ২০ জন জেলেসহ ট্রলারটি চট্টগ্রাম থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। সাগরে অবস্থানকালীন গত ২৮ জানুয়ারি ভোররাতে ১০-১২ জনের একদল সশস্ত্র দুষ্কৃতিকারী ট্রলারটিতে হামলা চালায়। এসময় দস্যুরা জেলেদের মারধর করে ট্রলারে থাকা মাছ, ৪ ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়, যার ফলে ঘটনার পর থেকে ট্রলারটি সাগরে ভাসছিল।
শুক্রবার সকালে ইঞ্জিন বিকল একটি ট্রলার সাগরে ভাসতে থাকার টেলিবার্তা পায় নৌবাহিনীর সদস্যরা। খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় ২০ জন জেলেসহ ট্রলারটি উদ্ধার করে। উদ্ধারের পর ভুক্তভোগী জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
ডিবিসি/আরএসএল