বাংলাদেশ, জেলার সংবাদ

কক্সবাজারে ৩ দিন ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। শনিবার (৮ই নভেম্বর) সন্ধ্যার আগে কুতুবদিয়া লাইট হাউজ এলাকা থেকে আনুমানিক ২০ মাইল দূরে গভীর বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

শনিবার মধ্যরাতে নৌবাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ শনিবার সাগরে নিয়মিত টহল দিচ্ছিল। সন্ধ্যার আগে জাহাজটির অদূরে একটি মাছ ধরার ট্রলার থেকে জেলেরা আলো জ্বেলে এবং হাতের সংকেত দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। বিষয়টি নজরে এলে নৌবাহিনীর সদস্যরা দ্রুত বিপদগ্রস্ত জেলেদের সহায়তার জন্য এগিয়ে যান।

 

ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনী সদস্যরা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ট্রলারটিসহ মোট ১৩ জন জেলেকে উদ্ধার করেন।

 

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৬ নভেম্বর সাগরে মাছ ধরার সময় তাদের ট্রলারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এরপর থেকে তারা সাগরে ভাসছিলেন। গভীর সাগরে মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা কারো সাথে যোগাযোগ করে বিপদের বিষয়টি জানাতে পারেননি।

 

নৌবাহিনীর সদস্যরা উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাদের প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন। পরে বিকল ট্রলারটিসহ উদ্ধারকৃত জেলেদের নিরাপদে তীরে নিয়ে আসা হয় এবং তাদের নিজ নিজ পরিবার ও ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন