বাংলাদেশ, জেলার সংবাদ

কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের রগ কেটেছে শিবির

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে সেপ্টেম্বর ২০২০ ০১:৪৭:১৪ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের উপর হামলা চালিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে ছাত্র শিবিরের ক্যাডাররা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয় জানান, বৃহস্পতিবার গভীর রাতে সরকারি কলেজের পাশে সাখাওয়াতকে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে মারধর করা হয়।  শিবির নেতা তারেক আজিজের ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান জয়।

তিনি জানান, শিবির নেতা তারেক আজিজ বিস্ফোরণসহ কয়েকটি মামলার আসামি।  যার মধ্যে একটির বাদি সাখাওয়াত  হোসেন। জেলায় পুলিশের রদ-বদলের সুযোগকে পুঁজি করে ছাত্র শিবির হামলাটি করেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন