কক্সবাজার শহরের প্রধান সড়কের সংস্কার কাজ শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। রবিবার বিকালে সড়কের সীমানা নির্ধারণের মধ্য দিয়ে এই কাজ শুরু হয়।
কক্সবাজার শহরের হলিডের মোড় থেকে বাস টার্মিনালের দূরত্ব ৫ কিলোমিটার। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় ভোগান্তিতে রয়েছেন কক্সবাজারবাসীসহ আগত পর্যটকরা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের প্রধান সড়কের হলিডের মোড় থেকে হাশেমিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজ পর্যন্ত ৫০ ফুট এবং হাশেমিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজ থেকে বাস টার্মিনাল পর্যন্ত ১০০ ফুট প্রস্থ করে সংস্কার হবে এ সড়ক। যেখানে ব্যয় ধরা হয়েছে ২৫৮ কোটি টাকা। সড়কটি সংস্কারে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা রয়েছে তা সরিয়ে নিতে আহবান জানিয়েছে কর্তৃপক্ষ।