জাতীয়

কথিত শিশুবক্তা হলেও মাদানীর বয়স ২৭

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই এপ্রিল ২০২১ ১০:২৯:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রফিকুল ইসলাম মাদানী শিশুবক্তা হিসেবে পরিচিত হলেও তার বয়স ২৭।

রফিকুল ইসলাম মাদানী শিশুবক্তা নামে পরিচিত। কিন্তু আসলে তিনি শিশুবক্তা নন। বর্তমানে তার বয়স ২৭ বছর। জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ ১৯৯৪ সালের দোসরা এপ্রিল। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে মাদানী সবার ছোট।

রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলার শাহাবউদ্দিনের ছেলে। বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক। মাদানী আট বছর বয়সে বাবাকে হারান। তখনই তিনি পুরাকান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাসের পর জারিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন।

২০১২ সাল থেকে মাদানী বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দেয়া শুরু করেন, সেই থেকে তার ইসলামী বক্তা হিসেবে পথ চলা শুরু। তিনি বারিধারা মাদ্রাসায় যাওয়ার পর থেকে বাংলাদেশে আলোচিত হয়ে উঠেন। তবে তিনি নিজ এলাকায় তেমন একটা পরিচিতি নন।

গেল বছর থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়ে সমালোচনার ঝড় তোলেন মাদানী। এরপর থেকে তাকে নিয়ে মানুষের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।  

বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ইসলাম ধর্ম ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তবে এর পেছনে যারা তাকে সহযোগিতা করছেন তাদের বিচারের আওতায় আনার দাবি পরিবার ও এলাকাবাসীর। 

২০২০ সালে রফিকুল ইসলাম মাদানী গাজীপুরে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন