ভোটের মাধ্যমে প্রতিনিধি বা জনপ্রতিনিধি নির্বাচন দেখা যায়, এমনকি বিভিন্ন সংগঠনে নেতৃত্ব নির্বাচনও হয়ে থাকে। কিন্তু তাই বলে কবরস্থান পরিচালনা কমিটি নিয়ে নির্বাচন, তাও হবে ব্যালটে। অবিশ্বাস্য হলেও সত্য স্থানীয় একটি কবরস্থান কমিটির সভাপতি পদ নিয়ে পাবনার চাটমোহরে এমনই এক ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন, ঘোষণা করা হয়েছে তফসিল।
পুরোনো কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি গঠন করতে গেলে স্থানীয় অনেকেই হতে চান সভাপতি। এ নিয়ে বাধে দ্বন্দ্ব। তাই বাধ্য হয়ে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচনের উদ্যোগ নিয়েছে গ্রামবাসী। দুইজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রতীক বরাদ্দের পর চলছে নির্বাচনি প্রচার-প্রচারণা। এই কমিটি রাজনৈতিক দলের নয় বরং একটি কবরস্থানের কমিটি। নির্বাচন ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পোস্টারে ছেয়ে গেছে এলাকা।
দুই প্রার্থী চষে বেড়াচ্ছেন ভোটার এলাকা। এত তোড়জোড় পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের জান্নাতুল বাকী কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি পদের নির্বাচন নিয়ে। কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয় বিএনপি'র নেতারা সভাপতির পথ দখল করতে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে স্থানীয় বিএনপি'র দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের পরামর্শ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বালুদিয়ার, মহরমখালী ও জগতলা তিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গোপন ব্যালটে ভোট দিয়ে আগামী তিন বছরের জন্য কবরস্থান কমিটির সভাপতি নির্বাচিত করবেন ৮০০ জন ভোটার। ছাতা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চাটমোহর উপজেলা যুবদলের এক নম্বর যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস। আর চেয়ার প্রতীক নিয়ে লড়ছেন মূলগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সকল প্রস্তুতি শেষ। নির্বাচনি বিশৃঙ্খলা অভিযোগে এক প্রার্থী লিখিত অভিযোগও দিয়েছে। আগামী ২৪শে মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডিবিসি/ রাসেল