জেলার সংবাদ

কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ৩

আবু বকর

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে জুন ২০২১ ০৯:২৫:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের বাকলিয়ায় কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মূল আসামি ইয়াকুব, ওসমান ও মাসুদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূলহোতা ইয়াকুবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে নগরীর চাদগাঁও থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ইয়াকুবের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

এর আগে, গত ১১ই জুন নগরীর বাকলিয়া এলাকার বড় মৌলভী বাড়ির কবরাস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে বাকলিয়া থানায় একটি মামলা হয়। এঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন