বিনোদন, বলিউড

কবি নজরুলের গান বিকৃতি; বিতর্কে এ আর রহমান

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১১ই নভেম্বর ২০২৩ ০২:৫৭:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃত করায় অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান নেটিজেনদের তোপের মুখে পড়েছেন।

বলিউড নির্মাতা রাজা কৃষ্ণা মেনন ‘পিপ্পা’ সিনেমায় কবি নজরুল ইসলামের বিখ্যাত ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে ব্যবহার করেছেন। যে গানটি নতুন করে তৈরি করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান।

শুক্রবার (১০ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ভারতীয় নতুন সিনেমা ‘পিপ্পা’। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি সিনেমাটি। এতে বাংলাদেশের যশোরের মুক্তিযুদ্ধও দেখানো হয়।

ইতিহাস নির্ভর এ সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন এ আর রহমান। সিনেমায় তিনি  বিদ্রোহী কবি কাজী নজরুলের ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করেছেন। তবে গানের কথা একই থাকলেও সুরে এনেছেন পরিবর্তন। আর তাতেই খেপেছেন নেটিজেনরা। কবির গান বিকৃত হওয়ায় সমালোচনা করেছেন নজরুল অনুরাগীরাও। রীতিমত ক্ষোভে ভেঙে পড়ছেন সবাই।

একজন অনুরাগী লিখেছেন, ‘কাজী নজরুল ইসলামের এমন একটি গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে। যে গান আমাদের দেশের (বাংলাদেশ) স্বাধীনতার মতো বিষয়ের সঙ্গে জড়িত, যা শুনলে আমাদের মহান বিপ্লবীদের প্রতি মাথা নত হয়ে আসে। তাকে নষ্ট করার অধিকার কারও নেই। এ আর রহমানের মতো শিল্পীর কাছ থেকে এটা আশা করি না। একজন শ্রোতা হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানালাম।’

প্রবীণ গায়িকা হৈমন্তী শুক্লা বলেন, ‘এগুলো সহ্য যায় না। অসভ্যতা! আমাদের তো বয়স হয়েছে। এগুলো কী চলছে? বাংলা গান নিয়ে এটা কী হচ্ছে?’

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছে ভারত। এমনকি মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্ম হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রণাঙ্গনেও ছিল দেশটির সেনাবাহিনী। যুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিহত করে তারা। ইতিহাসের পাতায় তা আজও আলোচিত। পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংকের কারণেই যুদ্ধের ময়দানে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি সৈন্যরা।

অবিস্মরণীয় এই যুদ্ধের বীরত্বগাঁথা নিয়ে তৈরি হয়েছে বলিউডের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘পিপ্পা’। যেখানে ক্যাপ্টেন বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। তার প্রেমিকা হিসেবে রয়েছেন ম্রুনাল ঠাকুর। অন্যান্য চরিত্রে আছেন সোহম মজুমদার, প্রিয়াংশু পেনিয়ুলি ও সোনি রাজদান প্রমুখ।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন