বাংলাদেশ, অর্থনীতি

কমছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা

Tuba

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে চলমান গ্যাস সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় আগামীকাল শনিবার থেকে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতির অবনতি হতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ রোববার দুপুর ১২টা পর্যন্ত এলএনজি টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এই সময়ে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কম থাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতের গ্রাহকরা স্বাভাবিকের তুলনায় অনেক কম চাপে গ্যাস পাবে।

 

বিশেষ করে রাজধানী ও এর আশপাশের এলাকায় রান্নার সময়ে চুলায় আগুন না থাকার যে অভিযোগ গত কয়েকদিন ধরে আসছিল, তা আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট হলেও সরবরাহ মিলছে মাত্র ২৫০ থেকে ২৬০ কোটি ঘনফুট। এই বিশাল ঘাটতির কারণে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে উৎপাদন আংশিক বন্ধ রাখতে হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও গ্যাসের অভাব মেটাতে বিকল্প জ্বালানি ব্যবহারের ফলে উৎপাদন ব্যয় বাড়ছে।

 

অন্যদিকে, পাইপলাইনের গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। শীতের চাহিদা বৃদ্ধি এবং পরিবহন সমস্যার অজুহাতে বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি রাখছেন বলে অভিযোগ সাধারণ গ্রাহকদের। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চাহিদার তুলনায় সামগ্রিক ঘাটতি থেকে যাওয়ায় পুরোপুরি স্বস্তি ফিরতে আরও সময় লাগতে পারে।

 

ডিবিসি/তুবা

আরও পড়ুন