দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো রাজধানীর কমলাপুরের টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস। এর ফলে সড়কটি ব্যবহারকারীদের দীর্ঘ দুর্ভোগের অবসান হবে বলে আশা করা হচ্ছে।
সবুজবাগ, খিলগাঁও, মানিকনগর, মুগদাপাড়া ও বাসাবো এলাকার লাখো মানুষ এই আন্ডারপাস ব্যবহার করে সহজে চলাচল করতে পারবে।
একপাশে অতীশ দীপঙ্কর সড়ক আর আরেক পাশে কমলাপুর আউটার সার্কুলার রোডের মাঝে টিটিপাড়ার রেলওয়ে লেবেল ক্রসিংটি দুই পাশে চলাচলকারী লাখো মানুষের কাছে ছিলো দুর্ভোগের আরেক নাম। এই পথে একসময় তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকতে হতো।
শনিবার সর্বসাধারণের জন্য খুলে দেয়ার পর যান চলাচল শুরু হয়েছে। আন্ডারপাসটি নির্মাণ কাজের জন্য বহুদিন ধরে এই সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। এখন এর অবসান হওয়ায় খুশি সাধারণ মানুষ।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত এই আন্ডারপাসটির দৈর্ঘ্য ৩৩৮ মিটার এবং চওড়া ৩১ মিটার। এর ৬ লেনের রাস্তার মধ্যে ৪ লেনে চলবে বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপের মতো যান্ত্রিক যানবাহন। রিকশা, ভ্যান ও সাইকেলের মতো নন-মোটরচালিত বাহনের জন্য রয়েছে দুটি আলাদা লেন। পথচারীদের জন্য ফুটপাতও রয়েছে।
স্থানীয়রা আন্ডারপাসটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন। তবে কমলাপুরে মেট্রোরেল স্টেশনের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের শতভাগ সুফল পেতে কিছুটা সময় লাগবে।
ডিবিসি/ এইচএপি