জাতীয় দলের টিম কম্বিনেশনের অজুহাতে বারবার উপেক্ষিত হচ্ছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। ধারাবাহিক পারফর্ম করেও দলে সুযোগ না পাওয়াটা আক্ষেপের হলেও ধৈর্য ধরে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। যখনই জাতীয় দলে ডাক পাবেন, নিজের সর্বোচ্চটা দিয়ে অবদান রাখতে চান সোহান।
শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের পর ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও মিরপুরে ব্যক্তিগত উদ্যোগে নিজেকে ফিট রাখতে ব্যস্ত সময় পার করছেন আরেক কিপার-ব্যাটার জাকের আলী অনিক। দলে সুযোগ পাওয়ার লড়াইয়ে ইনফর্ম জাকেরের সঙ্গে সোহানের তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। নির্বাচকরা কম্বিনেশনের কারণে সোহানকে বিবেচনার বাইরে রাখলেও ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স ও নেতৃত্ব প্রশংসিত।
সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের অভিষেক আসরে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় আসরে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। নেতৃত্বগুণের পাশাপাশি দলের প্রয়োজনে কার্যকরী ব্যাটিং দিয়েও তিনি নিয়মিত অবদান রাখেন।
জাতীয় দলে সুযোগ না পেলেও নির্বাচকদের নজরে ঠিকই আছেন সোহান। আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনি বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন। সোহান জানান, লাল বলের ক্রিকেটের চেয়ে সাদা বলের ক্রিকেটেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং তার পারফরম্যান্সও তাই বলে। বাংলাদেশ দলের ব্যাটিং গভীরতা বাড়াতে মিডল অর্ডারে সোহান একটি সেরা বিকল্প হতে পারেন। এখন দেখার বিষয়, এশিয়া কাপে এই অভিজ্ঞ কিপার-ব্যাটারকে দলে রাখার সাহসী সিদ্ধান্ত বিসিবি নেয় কি না।
ডিবিসি/ এএমটি