বাংলাদেশ, রাজনীতি

'করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার'

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৬ই মে ২০২৫ ০৩:০২:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এক আলোচনা সভায় বলেন, করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।

শুক্রবার (১৬ই মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন।

 

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দ্রুত নির্বাচন দেয়া। আর করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।

 

একই অনুষ্ঠানে দলের আরেক নেতা নজরুল ইসলাম খান প্রশ্ন তোলেন, কাউকে সুযোগ দিতে নির্বাচন পেছানো হচ্ছে কি না? তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই।

 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান আরও বলেন, কারো গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। ঐকমত্যের মাধ্যমে জুন-জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব।

 

রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশকে এগিয়ে নিতে নির্বাচনের কোন বিকল্প নেই বলেও জানান, নজরুল ইসলাম খান।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন