খেলাধুলা, ক্রিকেট

করোনাভাইরাস: ভক্তদের সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান শেন ওয়ার্নের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২২শে মার্চ ২০২০ ১১:৩৯:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বজুড়ে বেড়ে চলছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এমন অবস্থায় বিশ্ব জুড়ে তার ভক্ত ও সমর্থকদের নিজ নিজ দেশের সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।

সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, বিশ্ব জুড়ে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছাতে সময় লেগেছে তিন মাস; দুই লাখে পৌঁছাতে লেগেছে ১২ দিন; সবশেষ এক লাখ আক্রান্ত হয়েছেন মাত্র তিন দিনে!

করোনাভাইরাসের এমন ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্ন। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়ার্ন বলেন, 'প্লিজ, প্লিজ, প্লিজ আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। সরকারের উপদেশ মানুন।'

বিশ্ব জুড়ে আমাদের করোনাভাইরাসের রোগী ৩ লাখ ছাড়িয়েছে। প্রথম এক লাখ লেগেছে তিন মাস; দ্বিতীয় এক লাখ লেগেছে ১২ দিন; তৃতীয় এক লাখ লেগেছে তিন দিন।

ব্যাপক হারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার ওয়ার্ন ও তার ব্যবসায়িক অংশীদাররা। নিজেদের জিন প্রস্তুতকারক কোম্পানিতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আরও পড়ুন