খেলাধুলা, ফুটবল

করোনার কারণে বিপিএল ফুটবলের চলতি আসর বাতিল

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই মে ২০২০ ০৩:২০:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেই চ্যাম্পিয়নশিপ, থাকছে না রেলিগেশন ও প্রমোশন

করোনাভাইরাসের কারণে বাতিল করা হলো পেশাদার লিগ ফুটবল বিপিএলের এবারের আসর। রবিবার এক জরুরি সভায় মৌসুম বাতিলের এ সিদ্ধান্ত নেয় বাফুফের নির্বাহী কমিটি। এর ফলে থাকছে না রেলিগেশন আর প্রমোশনও।

জার্মান বুন্দেসলিগা দিয়ে ইউরোপিয়ান ফুটবল মাঠে ফিরেছে লম্বা সময় পর। তাতে খুশি বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও।

কিন্তু একদিন পরই এলো বড় খারাপ খবর। করোনার কারণে বাংলাদেশের ঘরোয়া লিগের পুরো মৌসুমটাই বাতিল করেছে বাফুফে। অর্থ সঙ্কট, বিদেশি খেলোয়াড়দের বেতন এবং সামগ্রিক করোনা–পরিস্থিতির কথা বলে প্রিমিয়ার লিগের বেশিরভাগ ক্লাবই চেয়েছিল এবারের মৌসুম সমাপ্তি ঘোষণা করা হোক।

এএফসির গাইড লাইনের অপেক্ষায় ছিল বাফুফে। অবশেষে সেটাও তারা পেয়ে গিয়েছিল শনিবার। তাই পরদিনই জরুরি সভা ডেকে ঘোষণা।

বাতিল ঘোষণার কারণে কেউ আর চ্যাম্পিয়ন হলো না লিগে। রানারআপও হলো না কেউ । শুধু চ্যাম্পিয়নশিপই নয়, কারও অবনমনও ঘটলো না এবার আর। আগের অবস্থাতেই রয়ে যাবে।

মৌসুমের অন্য প্রতিযোগিতা স্বাধীনতা কাপও বাতিলের খাতায় চলে গেছে। আর পেশাদার ক্লাবগুলোর অনুর্ধ্ব-১৮ টুর্নামেন্ট- সেটাও বাতিল।

আরও পড়ুন