আন্তর্জাতিক, আমেরিকা

করোনার নতুন উপকেন্দ্রস্থল দক্ষিণ আমেরিকা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২০ ০৩:০৫:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ আমেরিকার দেশগুলোতে দ্রুতই বাড়ছে করোনা সংক্রমণ।

ব্রাজিলে করোনার প্রাদুর্ভাব ব্যাপক হারে বেড়ে যাওয়ায় দক্ষিণ আমেরিকাকে নতুন উপকেন্দ্রস্থল হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির শীর্ষ কর্মকর্তা মাইক রায়ান বলেছেন, আক্রান্ত ও মৃতের সংখ্যাও দিন দিন বাড়ছে এই মহাদেশে। তিনি আরও জানান, ব্রাজিলে খুব সময়েই করোনা ছড়িয়ে যাচ্ছে, আক্রান্তদের চিকিৎসায় ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধ হাইড্রক্সিক্লুরোকুইন ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

এদিকে আফ্রিকাতে করোনা রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। সংস্থাটির আফ্রিকার আঞ্চলিক পরিচালক জানিয়েছেন, এই মহাদেশের সব দেশই এখন করোনায় আক্রান্ত। আফ্রিকার অর্ধেক দেশেই এখন চলছে কমিউনিটি ট্রান্সমিশন। তবে মহাদেশটির বেশিরভাগ দেশের জনসংখ্যার মধ্যে তরুণ বেশি থাকায় মৃত্যু কম হয়েছে বলেও জানান তিনি।  
 

আরও পড়ুন