বাংলাদেশ, জাতীয়

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১০

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে জুন ২০২৫ ০৭:৩২:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬শে জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৭শে জুন) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। এর আগে গত ২৩শে জুন এ রোগে তিন জন মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ২ শতাংশ।

 

স্বাস্থ্য অধিদপ্তরর আরও জানিয়েছে, ২০২০ সালের ১৮শে মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৯ জনের। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা যান ২০ জন। এছাড়া ২০২০ সালের ৮ই মার্চ থেকে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৫২৮ জন।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন