আন্তর্জাতিক

করোনায় নেপালে একদিনে ৫৫ জনের মৃত্যু

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ৫ই মে ২০২১ ০৩:৫১:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের সীমান্তবর্তী দেশ নেপালে একদিনে করোনাভাইরাসে মারা গেছে ৫৫ জন। একদিনে শনাক্ত হয়েছে সাড়ে ৭ হাজারের বেশি।

সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে রাজধানী কাঠমান্ডুতে দুই সপ্তাহের লকডাউন চলছে।

ভারতের উত্তর প্রদেশের সীমান্তবর্তী লুম্বিনি প্রদেশের বাঙ্কে জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানকার ভেরি হাসপাতালের ৮০ জন স্বাস্থ্যকর্মীর করোনা সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে হাসপাতালটি।

এদিকে এভারেস্ট কর্তপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৭ পর্বতারোহীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে রাজধানীর কাঠমান্ডু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনার সংক্রমণ রোধে নেপালে জরুরিভিত্তিতে দ্বিতীয় ডোজ দেয়ার জন্য ১৬ লাখ অক্সফোর্ডের টিকা প্রয়োজন বলে জানিয়েছ দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

নেপালে এ পর্যন্ত ২০  লাখের বেশি মানুষকে করোনা টিকা দেয়া হয়েছ। কিন্তু সম্প্রতি ভারত টিকা রপ্তানি বন্ধ করায় বিপাকে পড়েছে দেশটির টিকা কার্যক্রম।

আরও পড়ুন