বাংলাদেশ, অর্থনীতি

কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ রেখে রাতের আঁধারে ভাগ হলো এনবিআর

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ রেখে রাতের আঁধারে এনবিআর বিলুপ্ত করে পৃথক ২ বিভাগ গঠন করেছে সরকার।

রাতের আঁধারে এনবিআর দুই ভাগ করার অধ্যাদেশ জারি আর তড়িঘড়ি করে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিলো সরকার। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির জন্য বড় দুই সিদ্ধান্তে সরকারের তাড়াহুরো দেখে মনে হয়, সরকার যেন এখন আইএমএফের শর্তের জালে বন্দি। আইএমএফ থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়ে হঠাৎ করেই সব শর্ত মেনে নেয়ার এমন ঘটনা সরকারের ওপর জনগণের অনাস্থা সৃষ্টি করতে পারে। এমন শঙ্কাও করছেন বিশ্লেষকরা।

 

কদিন আগেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর হুঁশিয়ারি দেন প্রয়োজনে আইএমএফ-এর ঋণ নেবেন না, তবুও ডলারকে এখনই বাজারের ওপর ছাড়বেন না।

 

আইএমএফের শর্ত ছিলো রাজস্ব আয় বাড়াতে হবে। আর এজন্য রাজস্ব নীতি ও আহরণ বিভাগ আলাদার প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু রাতের আঁধারে জারি করা অধ্যাদেশ রাজস্ব কর্মকর্তাদের মধ্যে সৃষ্টি করলো ক্ষোভ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা জানান, সরকারের এমন দুই বড় সিদ্ধান্তে তাড়াহুরো, জন্ম দিয়েছে নানা প্রশ্নের। উন্নয়ন সহযোগিদের ঋণের অর্থ পেতে সরকার আবারও মূল্যস্ফীতিকে উসকে দেয়ার ঝুঁকি নিলো।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসাইন সিদ্দিকী বলেন, সরকারের দায়িত্বশীলদের আইএমএফ থেকে বের হয়ে আসার হুমকি, আবার ঋণের অর্থ পেতে তাড়াহুরো করে আপোস। জনমনে প্রশ্ন জাগছে, তাহলে কী দেশের নীতি নির্ধারণে, আইএমএফের আছেই আত্মসমর্পণ করলো অন্তর্বর্তী সরকার?

 

বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. মাসরুর রিয়াজ বলেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উচিত এর যৌক্তিকতা জনগণের কাছে তুলে ধরা।

 

অস্পষ্টতা দূর না করলে সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কমবে, এমন শঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা।


ডিবিসি/ নাসিফ

আরও পড়ুন