জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় পৃথক সমাবেশ করবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এসব কর্মসূচি ঘিরে যান চলাচল সীমিত করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এনসিপি দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি শেষ করে দেশগড়ার অভিজ্ঞতা নিয়ে আজ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে 'জাতীয় ইশতেহার' ঘোষণা করবে। 'জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে' বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রাজধানীর শাহবাগে 'ছাত্র সমাবেশ' অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি দুপুর ১২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।
এছাড়াও, সোহরাওয়ার্দী উদ্যানে 'জুলাই জাগরণ' শিরোনামে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সাইমুম শিল্পীগোষ্ঠী।
ডিবিসি/ এইচএপি