সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার জন্য নিজেদের চলমান কর্মসূচি স্থগিত করেছে ‘ইনকিলাব মঞ্চ’।
সংগঠনটি তাদের পূর্বঘোষিত ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি স্থগিত করার পাশাপাশি সর্বস্তরের জনগণকে জানাজায় অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।
মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ওই পোস্টে সংগঠনটি জানায়, বুধবার (৩১শে ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসনের জানাজা অনুষ্ঠিত হবে। এই শোকাবহ মুহূর্ত ও জানাজার গুরুত্ব বিবেচনায় ইনকিলাব মঞ্চ তাদের নির্ধারিত কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে পোস্টে সবাইকে খালেদা জিয়ার জানাজায় শরীক হওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে মঙ্গলবার থেকে সংগঠনটি ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শীর্ষক একটি বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছিল।
এই আয়োজনে গান, কবিতা, গল্প, প্রামাণ্যচিত্র প্রদর্শন, অ্যানিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি এবং স্মৃতিচারণমূলক পর্ব অন্তর্ভুক্ত ছিল। তবে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জানাজায় উপস্থিত থাকার সুবিধার্থে এই আয়োজনটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ডিবিসি/এএমটি