আন্তর্জাতিক, আমেরিকা

কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদক নেতা’ বললেন ট্রাম্প, সব অর্থ সহায়তা বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে 'মাদক নেতা' হিসেবে অভিহিত করেছেন এবং দক্ষিণ আমেরিকার দেশটিকে দেওয়া সমস্ত "বড় আকারের অর্থ সহায়তা ও ভর্তুকি" বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯শে অক্টোবর) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই মাদক উৎপাদনের উদ্দেশ্য হলো বিপুল পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করা, যা মৃত্যু, ধ্বংস এবং সর্বনাশ ঘটাচ্ছে।’

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ঠিক কোন অর্থ সহায়তার কথা বলছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। কলম্বিয়া একসময় পশ্চিম গোলার্ধে মার্কিন সহায়তার বৃহত্তম প্রাপকদের মধ্যে অন্যতম ছিল, কিন্তু এই বছর মার্কিন সরকারের মানবিক সহায়তা সংস্থা ইউএসএআইডি (USAID) বন্ধ হয়ে যাওয়ায় সেই অর্থের প্রবাহ আকস্মিকভাবে হ্রাস পেয়েছে।

 

ওয়াশিংটন ডিসিতে কলম্বিয়ার দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করতে বললেও সেখান থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে বোগোটা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। গত মাসে পেত্রো নিউইয়র্কে একটি ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দেন এবং মার্কিন সৈন্যদের ট্রাম্পের আদেশ অমান্য করার আহ্বান জানালে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে।

 

গত বছর, পেত্রো কলম্বিয়ার কোকা উৎপাদনকারী অঞ্চলগুলোকে বিশাল সামাজিক এবং সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই কৌশল খুব বেশি সাফল্য আনেনি।

 

সেপ্টেম্বরে ট্রাম্প আফগানিস্তান, বলিভিয়া, বার্মা, কলম্বিয়া এবং ভেনিজুয়েলার মতো দেশগুলোকে তালিকাভুক্ত করেন, যারা গত এক বছরে মাদকবিরোধী চুক্তি পালনে ‘সুস্পষ্টভাবে ব্যর্থ’ হয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে।

 

মাদক নিয়ন্ত্রণে বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতার জন্য ট্রাম্প কলম্বিয়ার রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করেন।

 

রোববারের পোস্টে ট্রাম্প বলেন, ‘পেত্রো একজন অবৈধ মাদক নেতা, যিনি মাদকের ব্যাপক উৎপাদনকে জোরালোভাবে উৎসাহিত করছেন।’ তিনি কলম্বিয়াকে দেওয়া মার্কিন অর্থ সহায়তা ও ভর্তুকি বন্ধের ঘোষণা দিয়ে বড় হাতের অক্ষরে লেখেন, ‘আজ থেকে, এই অর্থ প্রদান, বা অন্য কোনো ধরনের অর্থপ্রদান, বা ভর্তুকি আর করা হবে না।’

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন