বিবিধ, লাইফস্টাইল

কাঁচা মরিচ অনেক দিন সতেজ রাখার উপায়

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

রবিবার ২রা জুলাই ২০২৩ ০৯:০৫:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রান্নার অন্যতম একটি উপাদান কাঁচা মরিচ। শুধু রান্নার স্বাদই বাড়ায় না, কাঁচা মরিচ ভিটামিনের এক চমৎকার উৎসও। এর রয়েছে নানা পুষ্টিগুণও। তবে দেশে বর্তমানে সর্বকালের রেকর্ড ভেঙে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। তাই কাঁচা মরিচ কিভাবে বেশিদিন সতেজ রাখা যায় তা নিয়েই চিন্তিত অনেকে।

শুধু রান্নাই নয় , অনেকে আবার ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেতে পছন্দ করেন। তবে অনেক সময় কাঁচা মরিচ বেশিদিন সংরক্ষণ করা যায় না। এমনকী রেফ্রিজারেটরে রাখলেও পঁচে যায় বা শুকিয়ে যায়। কাঁচা মরিচ কিনে বাড়িতে এনে ঠিকমতো রাখা হয় না বলে তা পচে গন্ধ হয়। কিন্তু কাঁচা মরিচ সহজে ও কম খরচে সংরক্ষণ করে রাখার কয়েকটি প্রচলিত পদ্ধতি আছে।

এমনসব কৌশল জানা থাকলে খুব সহজেই কাঁচা মরিচ অনেকদিন ভালো রাখা যায়। জেনে নেয়া যাক সেই সব টোটকা।

জিপার লক ব্যাগের ব্যবহার 

যারা এক সপ্তাহ পর্যন্ত রেফ্রিজারেটরে কাঁচা মরিচ সংরক্ষণ করতে চান, তারা জিপ লক ব্যাগ ব্যবহার করতে পারেন। কাঁচা মরিচ বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে বাতাস চলাচল করে না—এমন জিপার লক ব্যাগ দারুণ কার্যকর। তবে এতে মরিচ রাখার আগে অবশ্যই বোঁটা ছাড়িয়ে নিতে হবে। এরপর তা এই ব্যাগে ভরে রাখতে হবে। এরপর সেই ব্যাগ রেফ্রিজারেটরে রাখতে হবে। সেখান থেকে প্রয়োজনমতো সময়ে বের করে ব্যবহার করতে পারবেন। এভাবে সংরক্ষণ করলে কাঁচা মরিচ এক সপ্তাহের বেশি সতেজ থাকে।

অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার

কাঁচা মরিচ অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রেফ্রিজারেটরে রাখতে পারেন। অ্যালুমিনিয়ামের ফয়েলে টিফিন প্যাক করেন অনেকে। সেভাবেই ফয়েল পেপারে বোঁটা ছাড়ানো মরিচ রাখুন। দুই প্রান্ত ভালো করে মুড়িয়ে দিন। এরপর ফ্রিজে রেখে দিন। ৫ ঘণ্টা রাখার পর ফ্রিজ থেকে বের করে হিমায়িত মরিচগুলো বায়ুরোধক পাত্রে ঢুকিয়ে ফের রেখে দিন রেফ্রিজারেটরে। এভাবে রাখলে দীর্ঘ সময় কাঁচা মরিচ ভালো রাখা সম্ভব।

বোঁটা ছিঁড়ে রাখুন

কাঁচা মরিচ কিনে এনেই রেফ্রিজারেটরে ঢুকিয়ে রাখবেন না। এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হবে। তবে রাখার আগে বক্সের নিচে নরম কাপড় বিছিয়ে দেবেন। আর মরিচের বোঁটা ছিঁড়ে রাখতে হবে। এতে সহজে পচবে না। এবার বক্সটি অন্য একটি নরম কাপড়ে ঢেকে দিতে হবে। এই কাপড় মরিচের পানি ধীরে ধীরে শুষে নেবে। দীর্ঘ দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে কাঁচা মরিচ এভাবে রাখতে পারেন। এভাবে রাখলে ফ্রিজের বাইরে অনেকদিন ভালো থাকবে।

বায়ুরোধী ব্যাগ

কাঁচা মরিচ রাখতে পারেন বায়ুরোধী কোন ব্যাগে। এভাবে রাখতে চাইলেও আগে মরিচের বোঁটা ছিঁড়ে নিতে হবে। এরপর মরিচগুলো ব্যাগে রেখে ব্যাগটি রেফ্রিজারেটরে রাখুন। তবে মনে রাখবেন, যে উপায়ই অবলম্বন করুন না কেন, তাতে দুই সপ্তাহের বেশি কাঁচা মরিচ সতেজ রাখা সম্ভব হবে না। 


সূত্র: এনডিটিভি

আরও পড়ুন