সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশ ও দেশের বাইরের কোটি ভক্ত ও অনুসারীদের মাঝে।
গতকাল মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।
কাতারে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আজ বুধবার (৩১শে ডিসেম্বর) কাতার সময় বিকেল ৩ ঘটিকায় এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে কাতারের বাংলাদেশ স্কুল প্রাঙ্গণ। প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।
মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজার নামাজে শরিক হতে কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। প্রিয় নেত্রীর মৃত্যুতে প্রবাসী নেতাকর্মীদের মাঝে শোকাতুর পরিবেশ বিরাজ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ডিবিসি/এএমটি