কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার ৫৪ বছর ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রদূত মো. হযরত আলী খান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাতার সফররত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. খালেদ রহিম, যিনি বাংলাদেশে দুর্নীতি দমনে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিবিসি/এএমটি