সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল করেছেন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার প্রবাসীরা।
দোহার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন জালাল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি কাজী শামীম।
আগামী নির্বাচনে কুমিল্লা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থক ও স্থানীয় প্রবাসীরা এই দোয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনির হোসেন ও মইন উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন হাফেজ কারী জসিম উদ্দিন।
ডিবিসি/আরএসএল