চার দিনের রাষ্ট্রীয় সফরে কাতারে পৌঁছে বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি।
নিজের ভেরিফাইড পেইজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিমানবন্দরে পৌঁছালে অধ্যাপক ইউনূসকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
তিনি দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশগ্রহণ করবেন।‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’—এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো ‘আর্থনা সামিট’। এতে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার প্রেক্ষাপটে টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রতিবেশগত বৈচিত্র্য কাজে লাগানোর বিষয়ে প্রতিশ্রুতি উপস্থাপন করা হবে।
দোহায় ‘আর্থনা সামিটে' অংশগ্রহণ ছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে বৈঠকের কথা রয়েছে ডক্টর ইউনূসের।রোহিঙ্গা ইস্যু নিয়ে সেমিনারেও অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।
ডিবিসি/রাসেল