আন্তর্জাতিক, আরব

কাতার থেকে যুদ্ধবিরতির আলোচকদের ফিরিয়ে নিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৪শে জুলাই ২০২৫ ১১:৪১:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাতারের দোহায় যুদ্ধবিরতির জন্য যাওয়া নিজেদের আলোচক দলকে ফিরিয়ে এনেছে ইসরায়েল।

বৃহস্পতিবার (২৪শে জুলাই) হামাস যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব দিলে তা পর্যালোচনা করার তথ্য জানায় ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পর আলোচনাকারীদের ফিরিয়ে আনার ঘোষণা দেয় দখলদাররা।

 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাসের নতুন প্রস্তাব সম্পর্কে আরও পরামর্শ করার জন্য আলোচকদের ফিরিয়ে নিয়েছে তারা। হামাসের একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এখনো যুদ্ধবিরতি হওয়া সম্ভব। তবে চুক্তিটি হতে কয়েকদিন সময় লাগতে পারে। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলের কারণেই যুদ্ধবিরতি করা সম্ভব হচ্ছে না।

 

সূত্রটি জানিয়েছেন, নতুন প্রস্তাবে অস্থায়ী যুদ্ধবিরতি হবে ৬০ দিনের। এ সময়ের মধ্যে দুই পক্ষ স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হতে পারলেও যুদ্ধ শুরু করা যাবে না। মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে, হামাস নতুন যে প্রস্তাব দিয়েছে সেটিকে তারা এখনো পর্যন্ত ‘সবচেয়ে ইতিবাচক’ প্রস্তাব হিসেবে দেখছে।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন