বাংলাদেশ, জেলার সংবাদ

কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২৫ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩শে নভেম্বর) মধ্যরাতে উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, জামালসহ কয়েকজন যুবক কানাইঘাট সীমান্তের হাফারমুখ এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জামাল গুলিবিদ্ধ হন এবং পরে তার সঙ্গীরা তাকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন