আন্তর্জাতিক

কানাডাকে গিলে খাবে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন নিয়ে প্রতিবেশী দেশ কানাডার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, এই প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকে সুরক্ষা দিলেও তারা এর বিরোধিতা করছে। উল্টো যুক্তরাষ্ট্রকে সহায়তা না করে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর করছে বলে অভিযোগ করেন তিনি।

 

ট্রাম্পের মতে, বন্ধুত্বের আড়ালে চীন আগামী এক বছরের মধ্যে কানাডাকে গিলে খাবে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কানাডার নেতৃত্বের কঠোর সমালোচনা করে আসছেন ট্রাম্প। সম্প্রতি বেইজিং সফরে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করেন, যার ফলে দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে শুল্ক অনেকাংশে হ্রাস পেয়েছে।

 

এই চুক্তির প্রেক্ষাপটেই ট্রাম্পের এমন আক্রমণাত্মক মন্তব্য সামনে এলো। যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গেই মূলত কানাডার প্রধান বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। মাঝপথে চীনের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল থাকলেও বর্তমানে দেশ দুটি আবারও বাণিজ্যিক পুনর্স্থাপনের চেষ্টা চালাচ্ছে।

 

এর আগে গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনেও ট্রাম্প এই প্রসঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপিত হলে তার সুবিধা কানাডাও ভোগ করবে। ট্রাম্পের অভিযোগ, কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক সুবিধা বিনামূল্যে পেয়ে আসছে এবং যুক্তরাষ্ট্রের কারণেই দেশটি টিকে আছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নেকে উদ্দেশ্য করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে নিয়ে কোনো মন্তব্য করার আগে দেশটির উচিত কৃতজ্ঞ থাকা।

 

 তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী। মার্ক কার্নে পাল্টা জবাবে জানান, কানাডা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে বেঁচে নেই, বরং নিজেদের যোগ্যতায় তারা সফল হচ্ছে।

 

সূত্র: টাইমস অব টুডে

 

ডিবিসি/তুবা

আরও পড়ুন