আন্তর্জাতিক, আমেরিকা

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

 

ট্রাম্প লেখেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো চুক্তিতে যায়, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে বলেন, চীন যাতে কানাডাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে না পারে। কানাডাকে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর ‘ড্রপ অফ পোর্ট’ হিসেবে ব্যবহারের চিন্তা করলে কার্নি মারাত্মক ভুল করবেন।

 

এর আগে চলতি মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীনের সঙ্গে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর কথা জানান। ওই সমঝোতা অনুযায়ী, কানাডা ৬ দশমিক ১ শতাংশ শুল্কহারে ৪৯ হাজার চীনা বৈদ্যুতিক গাড়ি নিজেদের বাজারে প্রবেশের অনুমতি দেবে। বিনিময়ে চীন কানাডার ক্যানোলা বীজের ওপর শুল্ক কমিয়ে প্রায় ১৫ শতাংশে নামিয়ে আনবে।

 

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই চুক্তিকেই সমর্থন করে বলেছিলেন, এটি কার্নির জন্য ভালো সিদ্ধান্ত। তবে এক সপ্তাহের ব্যবধানে তিনি অবস্থান পরিবর্তন করলেন। এর আগে ২০২৫ সালের আগস্টে ট্রাম্প কানাডার পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেছিলেন।

 

এদিকে, শুল্ক হুমকির পাশাপাশি মার্ক কার্নিকে নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগদানের আমন্ত্রণও প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। সম্প্রতি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কার্নি বৃহৎ শক্তিগুলোর অর্থনৈতিক চাপ মোকাবিলায় মধ্যম শক্তিগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপরেই ট্রাম্প আমন্ত্রণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন।

 

সূত্র: সিএনবিসি

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন