পরপর দুই ম্যাচ হেরে একেবারে খাদের কিনারে চলে গেছে টিম পাকিস্তান। অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের কাছে হারার পর ভারতের কাছেও পরাজয় মেনে নেয় বাবর আজমের দল। আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় কানাডার বিপক্ষে মাঠে নামবে দলটি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বাবর আজম।
টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্যে একাদশে এক পরিবর্তন এনেছে পাকিস্তান। ইফতেখার আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন সাইম আইয়ুব।
কানাডার বিপক্ষে কিছুটা বাড়তি চাপ নিয়েই মাঠে নামছে এশিয়ার দলটি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পর আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ে সুপার এইটের পথে ভালোভাবেই টিকে আছে কানাডা। চাপে থাকা পাকিস্তানকে হারিয়ে অঘটন ঘটাতে চাইবে তারা।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, উসমান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ আমির।
কানাডা একাদশ: অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, পরগাত সিং, নিকোলাস কীর্তন, শ্রেয়াস মোভা, রবিন্দরপাল সিং, দিলন হেইলিগার, সাদ বিন জাফর (অধিনায়ক), কালিম সানা, জুনাইদ সিদ্দিকী ও জেরেমি গর্ডন।
ডিবিসি/কেএলডি