বিনোদন, টেলিভিশন

কানাডায় মোশাররফ করিমের বাড়ির খোঁজ মিলল!

রূপক বিধৌত সাধু

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই জানুয়ারী ২০২৩ ০৯:৪৪:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘স্বর্ণমানব’-এর পঞ্চম সিরিজ আসছে। আলোচিত এই টেলিফিল্ম এর এবারের সিজনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। চোরাচালানের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে কীভাবে কানাডায় সেকেন্ড হোম গড়ে তোলেন তিনি, সেটাই দেখানো হবে এই সিজনে।

মোশাররফ করিম ছাড়াও এবারের সিরিজটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন -রুনা খান, তারিন, আজিজুল হাকিম, রাশেদ সীমান্ত, শহীদুজ্জামান সেলিম, ওয়ালিউর রহমান রুমী, আমানুল হক হেলাল, খালিদ ও মাসুদ।

এবারই প্রথম মোশাররফ করিম ও রাশেদ সীমান্তকে একই নাটকে পরিপূরক চরিত্রে দেখা যাবে। মূলত ঢাকার বিমানবন্দর, রেলস্টেশন, দুটি পাঁচ তারকা হোটেল ও দেশের বিভিন্ন এলাকায় চার দিন ধরে টেলিফিল্মটির শুটিং হয়েছে। সীমান্ত এলাকায় সংঘটিত চোরাচালানের চিত্রও উঠে এসেছে গল্পে। বর্তমানে চলছে সম্পাদনার কাজ।

আগামী বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবসে চ্যানেল আই, বৈশাখী, আরটিভি, এনটিভি ও বাংলাভিশনে বিভিন্ন সময়ে টেলিফিল্মটি প্রচারিত হবে।

টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। রচনা করেছেন ও সার্বিক নির্দেশনা দিয়েছেন মইনুল খান। তিনি কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক; বর্তমানে এনবিআরের সদস্য হিসেবে কাজ করছেন।

লেখক জানান, ‘এবারের সিরিজের গল্পে ভিন্নতা আছে; রয়েছে চরিত্রের বুননেও, বাস্তবতার সাথে যার মিল দেখা যাবে। প্রতিটি সিরিজের মতো এবারের পর্বটিও গল্পের মাধ্যমে জনমনে সচেতনতা বাড়াবে।’

তিনি আরও বলেন, ‘স্বর্ণমানব’ টেলিফিল্ম সমাজের নানা অপরাধের বিরুদ্ধে একটি আন্দোলনে পরিণত হয়েছে। তিনি জানান, দর্শকপ্রিয়তার কারণে আগামীতেও এর ষষ্ঠ পর্ব নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট সবাই টেলিফিল্মটি নিয়ে বেশ আশাবাদী।

আরও পড়ুন