আন্তর্জাতিক, এশিয়া

কাবুলের শিখ মন্দিরে হামলায় নিহত ২৫

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০৫:০২:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিখ মন্দিরে আইএসএর হামলায় ২৫ জন নিহত ও আটজন আহত হয়েছেন। কাবুলের শোরাবাজার এলাকায় বুধবার সকালে চালানো ওই হামলার দায় স্বীকার করেছে আইএস ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সকালের দিকে এক বন্দুকধারী হঠাৎই মন্দিরে ঢুকে গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনীর সাথে ছয় ঘণ্টা গুলি বিনিময়ের পর ওই বন্দুকধারী নিহত হয়। এর আগে বলা হয়েছিল বেশ কয়েকজন বন্দুকধারী হামলাটি চালিয়েছে।

কাবুলের শোরাবাজার এলাকায় অবস্থিত এই মন্দিরে প্রায় ১৫০ জন মানুষ আটকে গিয়েছিল। আফগানিস্তানের প্রধান জঙ্গি গোষ্ঠী তালেবান এই হামলার সাথে তাদের কোন সম্পৃক্ততা অস্বীকার করেছে।

আরও পড়ুন