প্যারোলে মুক্তি মেলেনি

কারা ফটকে প্রথমবার মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন সাদ্দাম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্যারোলে মুক্তি না মিললেও মানবিক কারণে কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দিয়েছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কারা ফটকে মরদেহ দেখার সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

কারাগার সূত্রে জানা গেছে, সব নিয়ম মেনে মরদেহ দুটি কারা ফটকে আনা হলে সাদ্দামকে সেখানে নিয়ে আসা হয়। দীর্ঘ সময় পর তিনি স্ত্রীকে শেষবারের মতো ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবারের মতো নিজের ৯ মাসের মৃত শিশুপুত্রকে কোলে তুলে নেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং উপস্থিত কারারক্ষী ও স্বজনদের মধ্যে শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

 

এর আগে, গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে। সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী তার শিশুপুত্রকে পানির বালতিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

স্বজনদের দাবি, সাদ্দাম দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকায় তার স্ত্রী স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্বামীর মুক্তির কোনো পথ না পেয়ে চরম হতাশা থেকে তিনি এ ঘটনা ঘটান। পরিবার আরও জানায়, কারাগার থেকে সাদ্দাম মাঝেমধ্যে স্ত্রীকে চিরকুট পাঠিয়ে ধৈর্য ধরতে বলতেন এবং দ্রুত মুক্ত হওয়ার আশ্বাস দিতেন, যা স্বর্ণালীর ওপর মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

 

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, সাদ্দাম গত ১৫ ডিসেম্বর থেকে এই কারাগারে বন্দি রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মানবিক কারণে তাকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। প্রক্রিয়া শেষে তাকে পুনরায় নির্ধারিত ওয়ার্ডে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন