উদ্যোক্তাদের উৎপাদন, ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস এবং বিশেষভাবে ফান্ডিং সাপোর্ট প্রদানকারী প্ল্যাটফর্ম কারুবীথি লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ এর মধ্যে উদ্যোক্তাদের ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ জানুয়ারি) সকাল ১১টায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বৈঠকে অংশগ্রহণ করেন ব্যাংকটির হেড অব ডিজিটাল সার্ভিস ডিভিশন, ওসমান গনি, সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস.এম. নিজাম উদ্দিন এবং কারুবীথি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাবির ইবনে মিজান ও চিফ বিজনেস অফিসার জারিন সুবাহ জুঁইসহ আরও অনেকে
বৈঠকে উদ্যোক্তাদের জন্য সহজতর ব্যাংকিং সাপোর্ট, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, ব্যাংক কার্ড ও অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিশেষ ডিসকাউন্ট সুবিধা প্রদানসহ বিভিন্ন সহযোগিতামূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনার একপর্যায়ে উভয় পক্ষ উদ্যোক্তাদের জন্য যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে এবং এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে একমত হয়। এর মাধ্যমে কারুবীথির উদ্যোক্তারা ইসলামী ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং ও ডিজিটাল সুবিধা আরও সহজভাবে গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এ যৌথ উদ্যোগ দেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে এ প্রতিষ্ঠান দুটি।
ডিবিসি/এএমটি