মাদারীপুরের ডাসার ও চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড শতাধিক বাড়ি-ঘর। কোথাও উড়ে গেছে টিনের চালা। শতশত গাছপালা ভেঙে ব্যহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। খুঁটি ভেঙে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলেরও।
মাদারীপুরের ডাসার উপজেলায় সোমবার (২১শে এপ্রিল) দুপুর ১২টার দিকে বৃষ্টির সাথে শুরু হয় কালবৈশাখী।
বালীগ্রাম, কাজীবাকাই, নবগ্রাম ও ডাসার ইউনিয়নে ঝড়ের তাণ্ডব চলে আধাঘণ্টা ধরে। সড়কের ওপর শত শত গাছ ভেঙে উপজেলার সাথে জেলা শহর ও অন্যান্য উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। উড় গেছে টিনের ঘরের চালা। বিদ্যুতশুন্য হয়ে পড়ে পুরো এলাকা। এ সময় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সড়কের উপর থেকে উপড়ে পড়া গাছগুলো সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। আর ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছে উপজেলা প্রশাসন।
এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক বাড়ি-ঘর। এছাড়া গাছপালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে ভেঙ্গেছে বহু বিদ্যুতের খুঁটি। ইছাখালী ও মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।
এছাড়া উপজেলার বিভিন্ন এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েন পরীক্ষার্থীরা।
আবহাওয়া অফিস বলছে, আগামী শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্ন ভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা হয়েছে।
ডিবিসি/এএনটি