সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে তার বাসভবন 'ফিরোজায়' যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।
কাল রবিবার (২৪শে আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন 'ফিরোজা'য় যাবেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতেই তার গুলশানের বাসায় যাবেন।
উল্লেখ্য, দুই দিনের এক ঐতিহাসিক সফরে শনিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান ইসহাক দার। তার এই সফরকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে 'ঐতিহাসিক' হিসেবে আখ্যা দিয়েছে।
তারা আরও জানায় যে, এই সফরে ইসহাক দার বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। প্রায় এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের কোনো শীর্ষ পর্যায়ের নেতার খালেদা জিয়ার সঙ্গে এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।
ডিবিসি/এএমটি