খেলাধুলা, ফুটবল

কাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

ফারুক

ডিবিসি নিউজ

বুধবার ৮ই জুন ২০২২ ০৪:২২:২১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নয় বছর পর আবারো বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। কাল সকাল পৌনে ১১ টায় পাকিস্তানের লাহোর থেকে ঢাকায় আসবে স্বর্ণালী ট্রফিটি। তবে কাল ঢাকা আসলেও সাধারণ জনগণের সামনে তা আনা হবে বৃহস্পতিবার। তার আগে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনে যাবে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই স্মারক।

আগামীকাল বেলা ১১টার দিকে চার্টার্ড ফ্লাইটযোগে বিশ্বকাপের ট্রফি ঢাকায় আসবে। সঙ্গে থাকছে ফিফার সাত সদস্যের প্রতিনিধি দল। তাদের মধ্যে আছেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জেতা লিজেন্ডারি মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বু।

 

একটি সোয়া ৬ কেজি ওজনের স্বর্ণালী ট্রফি। যার জন্য বিশ্বকাপের প্রতি আসরে লড়াই করে ৩২টি দেশ। আর সেই ৩২ দেশের একটি হতে সংগ্রাম করতে হয় ১৯১ দেশকে। আর কোন ট্রফির জন্য এমন লড়াই বিশ্বে এতো দেশ করে না। 



বিশ্বকাপের সেই ট্রফিই আসছে আবারো বাংলাদেশে। প্রতি আসরের আগে ট্রফি ট্যুরের ধারাবহিকতায় সবশেষ ২০১৩ সালে ঢাকায় এসেছিলো স্বর্ণালী ট্রফিতে। এরপর কেটে গেছে ৯ বছর। এবার কাতার বিশ্বকাপের আগে ৫১ দেশের ট্রফি ট্যুরের অংশ হিসেবেই বাংলাদেশে আসবে ট্রফিটি। 



পাকিস্তানের লাহোড়ে দুই দিন ব্যপী প্রদর্শনীর পর, ঢাকায় আসবে বিশ্বকাপ । থাকবে প্রায় আড়াই দিন। তবে ট্রফির কর্মসূচি মাত্র ৩৬ ঘণ্টার।



অবতরণের পর প্রথম দিন রাজধানীর র‌্যাডিসন হোটেলে নিয়ে যাওয়া হবে ট্রফিটি। সেখান থেকে বিকেল ৪টায় রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে। এরপর সন্ধ্যা ৭টায় যাওয়ার কথা রয়েছে গণভবনে প্রধানমন্ত্রীর বাসভবনে। 


বৃহস্পতিবার রেডিসন হোটেলে বিশ্বকাপের স্পন্সর কোকাকোলার আমন্ত্রিত বিশেষ অতিথিদের সুযোগ থাকবে ট্রফির সাথে ছবি তোলার। আর তারপর বিকেল সাড়ে ৫টায় ট্রফি চলে যাবে আর্মি স্টেডিয়ামে। যেখানে ট্রফি প্রদর্শনীর সাথে হবে কোক স্টুডিওর কনসার্ট। 



এরপর শুক্রবার ট্রফিটি ঢাকা ছাড়বে। পরবর্তী গন্তব্য পুর্ব তিমুর। এভাবেই শেষ হবে বাংলাদেশের আরেকটি বিশ্বকাপ ট্রফি দর্শন। 

 

 

আরও পড়ুন