বাংলাদেশ, জাতীয়, শিক্ষা

কাল থেকে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই ডিসেম্বর ২০১৯ ১২:১০:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপর ক্লাস-পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বার থেকে।

বুধবার বিকালে এক জরুরি সিন্ডিকেট সভায় হল খুলে দেয়া ও ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।  সভাশেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের এই তথ্য জানান।

বিকেল সাড়ে ৪টার দিকে উপাচার্য ডক্টর ফারজানা ইসলামের নেতৃত্বে সিন্ডিকেটের ১১ সদস্য বৈঠকে বসেন।

সভাশেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, "কাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে হল খুলে দেয়া হবে।  আর ক্লাস ও পরীক্ষা শুরু হবে ৮ই ডিসেম্বর থেকে।"

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করে আসছিলো বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষকেদের একাংশ।  পরে ৫ই নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল ও শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন