দীর্ঘ বিরতির পর বিপিএলের ঢাকা পর্ব দিয়ে আবারও মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরছে ক্রিকেটীয় ব্যস্ততা। কাল থেকে শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব।
কাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া এই পর্বের প্রথম ম্যাচে দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৬টায় টেবিল টপার রাজশাহীর বিপক্ষে লড়বে সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নোয়াখালীর জন্য এটি বাঁচা-মরার লড়াই, কারণ একটি ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা।
নোয়াখালী এক্সপ্রেসের পেসার মোহাম্মদ এহসানউল্লাহ জানিয়েছেন, শেষ দুই ম্যাচ জিতে দল উজ্জীবিত এবং বাকি ম্যাচগুলোতেও তারা জয় পেতে চান। অন্যদিকে, পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রাম রয়্যালস প্লে-অফ নিশ্চিত করে বেশ ফুরফুরে মেজাজে থাকলেও মালিকানা বদল হওয়ায় ম্যানেজমেন্ট ও কোচদের জন্য যাত্রাটি কিছুটা কঠিন হয়েছে বলে জানান হেড কোচ মিজানুর রহমান বাবুল।
এছাড়া প্লে-অফ নিশ্চিত করা সিলেট টাইটান্সের কোচ সোহেল ইসলাম বিদেশী খেলোয়াড়দের চলে যাওয়া নিয়ে কিছুটা চিন্তিত হলেও ক্রিস ওকসের যোগদানে সেই অভাব পূরণের আশা করছেন।
ডিবিসি/এএমটি