বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের পর্দা কাঁপানো অভিনেতা ও প্রখ্যাত নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ মারা গেছেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বরেণ্য এই অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জায়েদ খান তার পোস্টে লেখেন, "বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ ভাই আজ সকালে মৃত্যুবরণ করেন। তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। ‘নিশান’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এবং আরও অনেক সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন।" প্রিয় অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করেন রাজা মোহাম্মদ ইলিয়াস, যিনি চলচ্চিত্র অঙ্গনে জাভেদ নামেই সমধিক পরিচিত ছিলেন। নৃত্য পরিচালনা দিয়ে রুপালি জগতে পা রাখলেও পরবর্তীতে চিত্রনায়ক হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। ১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে তার অভিষেক ঘটে। সত্তর ও আশির দশকে পোশাকী ও ফোক ঘরানার সিনেমায় তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। বিশেষ করে নাচে তার স্বকীয় ভঙ্গি তাকে কিংবদন্তি করে তোলে। নব্বই দশক পর্যন্ত কয়েকশ চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেছিলেন জাভেদ। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তার অভিনীত ‘নিশান’, ‘মালকা বানু’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘নরম গরম’সহ অসংখ্য সিনেমা দর্শকদের মনে গেঁথে থাকবে। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/পিআরএএন