প্রখ্যাত ইতালীয় ফ্যাশন ডিজাইনার এবং আরমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। আরমানি গ্রুপ আজ বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ফ্যাশন জগতে উদ্ভাবনী নকশা ও আভিজাত্যের জন্য সুপরিচিত ছিলেন জর্জিও আরমানি। জানা গেছে, অসুস্থতার কারণে আরমানি গত জুন ও জুলাই মাসে তার শেষ তিনটি ফ্যাশন শোতে উপস্থিত থাকতে পারেননি। চলতি মাসের শেষে তার ব্র্যান্ডের ৫০তম বার্ষিকী উপলক্ষে মিলানের পিনাকোতেকা দা ব্রেরাতে একটি বিশেষ প্রদর্শনীতে তার অংশ নেওয়ার কথা ছিল।
জর্জিও আরমানি ১৯৭৫ সালে তার নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। কর্মজীবনে তিনি চারটি বৃহৎ বিলাসবহুল ফ্যাশন কোম্পানির একীভূত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি তার ব্র্যান্ডের স্বাতন্ত্র্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। ব্লেজারের ডিজাইনে নতুনত্ব আনার জন্য তিনি ‘কিং অব দ্য ব্লেজার’ হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৮০ সালে ‘আমেরিকান গিগোলো’ চলচ্চিত্রে অভিনেতা রিচার্ড গিয়ার তার ডিজাইন করা পোশাক পরার পর বিশ্বব্যাপী তার ব্র্যান্ডের পরিচিতি ছড়িয়ে পড়ে।
আরমানির জন্ম ১৯৩৪ সালে উত্তর ইতালির পিয়াচেঞ্জা শহরে। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন চিকিৎসাবিদ্যা দিয়ে, কিন্তু ডিগ্রি শেষ না করেই সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে তিনি ফ্যাশন জগতে প্রবেশ করেন।
২০২১ সালের তথ্য অনুযায়ী, আরমানি ব্র্যান্ডের আয় ছিল প্রায় ৩৫০ কোটি পাউন্ড, যা পোশাকের বাইরেও হোটেল, রেস্তোরাঁ, কসমেটিকস, চকলেট এবং ফুলের ব্যবসার মতো বিভিন্ন খাতে বিস্তৃত ছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এফএইচআর