আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারোতে উদ্ধার অভিযানে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ৫ আরোহীর সবাই নিহত হয়েছেন।
বুধবার (২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় তানজানিয়ার এই পর্বতটিতে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,০০০ মিটারেরও (১৩,১০০ ফুট) বেশি উচ্চতায় বারাফু ক্যাম্প এবং কিবো সামিটের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি পর্যটকদের কাছে ট্রেকিং বা পর্বতারোহণের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি রুট।
এটি মূলত একটি মেডিকেল ইভাকুয়েশন বা জরুরি উদ্ধার অভিযান ছিল। নিহত ৫ জনের মধ্যে রয়েছেন: দুইজন বিদেশী পর্যটক (যাদের চিকিৎসার জন্য উদ্ধার করা হয়েছিল), একজন স্থানীয় ডাক্তার, একজন ট্যুর গাইড এবং হেলিকপ্টারের পাইলট।
কিলিমাঞ্জারোর আঞ্চলিক পুলিশ কমান্ডার সাইমন মাইগওয়া নিশ্চিত করে জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি 'কিলিমাঞ্জারো এভিয়েশন' কোম্পানির। এই সংস্থাটি পাহাড়ি এলাকায় জরুরি চিকিৎসা সেবা ও উদ্ধারকাজ পরিচালনা করে থাকে। তবে কোম্পানিটি এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
তানজানিয়া সিভিল এভিয়েশন অথরিটি বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা বিধি মেনে দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু হয়েছে।
মাউন্ট কিলিমাঞ্জারোতে বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনা সচরাচর ঘটে না। এর আগে সর্বশেষ ২০০৮ সালের নভেম্বরে পাহাড়ে এমন একটি দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছিলেন।
সূত্র: সিনহুয়া
ডিবিসি/ এসএফএল