মৎস্যভান্ডারখ্যাত কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলসহ জেলার বিভিন্ন নদী-নালা ও খাল-বিলে নিষিদ্ধ 'চায়না দুয়ারি জাল' দিয়ে মাছ ধরার মহোৎসব চলছে।
আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়া এই জালের ব্যবহারে মাছের বংশবিস্তার মারাত্মক হুমকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন মৎস্য বিশেষজ্ঞরা।
হাওরের সর্বত্র এখন এসব জালের ছড়াছড়ি। হালকা ও মিহি বুননের ছোট ফাঁসের এই জালে পোনা মাছ থেকে শুরু করে মা মাছ পর্যন্ত আটকা পড়ছে। শুধু মাছই নয়, এ জালে সব ধরনের জলজ উদ্ভিদ ও খাদ্যকণা আটকা পড়ে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।
তবে জেলেরা জানিয়েছেন, কম পরিশ্রমে অনেক বেশি মাছ ধরতে পারায় কারেন্ট জালের চেয়েও বিপজ্জনক এই জালটি তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
ডিবিসি/এনএসএফ