বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে কৃষিজমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৫ই নভেম্বর ২০২৫ ১০:২২:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের করিমগঞ্জে খাল ভরাট করে কৃষিজমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এতে হাওরের শত শত একর জমি চাষাবাদে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। এ নিয়ে উপজেলা প্রশাসনে অভিযোগ দিলে অভিযুক্তকে জরিমানাও করা হয়, তারপরও থেমে নেই খাল ভরাটের কাজ।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা খাল। খালটি উপজেলার বালিয়াপাড়া গ্রাম থেকে (সিএস রেকর্ডভুক্ত) বালিখলা বাজারের পাশ দিয়ে ধনু নদীতে মিশেছে। এই খাল দিয়েই বারঘরিয়া, নিয়ামতপুর ও সুতারপাড়া এলাকার পানি প্রবাহিত হয়ে ধনু নদীতে মেশে। আর এ খাল দিয়েই বর্ষার পানি আসে, আবার বৃষ্টি ও হাওরের পানি নেমে যায়।

 

একটি প্রভাবশালী মহল খালের মুখ ভরাট করে কৃষিজমির উপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এ নিয়ে অনেকের অভিযোগ, খালটির মুখ বন্ধ করলে সামান্য বৃষ্টিতেই ফসলি জমি ডুবে যাবে। নষ্ট হবে শত শত একর জমির ফসল। আবার শুষ্ক মৌসুমে চাষাবাদের সেচ ও পানি নিষ্কাশনও ব্যাহত হবে। এছাড়া বর্ষাকালে পর্যটকবাহী নৌকা চলাচল ব্যাহত হবে এবং নষ্ট হবে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ।

 

এ নিয়ে উপজেলা প্রশাসনের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করার পর অভিযুক্তকে জরিমানা করা হয়। তবে রাতে গোপনে খাল ভরাট ও রাস্তা প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত আবুল হাশেম নিজের জমিতে রাস্তা নির্মাণের কথা জানান। প্রশাসন জানিয়েছে, আবারও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন